ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মকে অম্লান রাখতে প্রতিষ্ঠিত হয়েছে রবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মকে অম্লান রাখতে প্রতিষ্ঠিত হয়েছে রবি

সিরাজগঞ্জ: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম বলেন, রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মকে অম্লান রাখার উদ্দেশ্যে বাংলাদেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। কলকাতায় একই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়।

 

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ঐক্যের সেতু। রবীন্দ্রনাথের নামে প্রতিষ্ঠিত দুই বিশ্ববিদ্যালয়ের এক সঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এখানকার কলা ও চারুকলা অনুষদের সঙ্গে আমাদের অনুষদগুলোর শিক্ষা-গবেষণাসহ সাংস্কৃতিক বিনিময় হতে পারে।

কলকাতায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।  

বুধবার (২১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. শাহ আলী জানান, পাঁচদিনের ভারত সফরে উপাচার্য ড. শাহ আজম ১৭ ডিসেম্বর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যান। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তাঁকে অভ্যর্থনা জানান সেখানকার কিউরেটর ড. বৈশাখী মিত্র।  

মতবিনিময় সভায় উপাচার্য আরও বলেন, দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা-জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে একদিকে যেমন শিক্ষার গুণগত মানের উন্নতি ঘটবে অন্যদিকে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।  

এ সময় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. সুবীর মৈত্রসহ শিক্ষক কর্মকর্তারা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।