নারায়ণগঞ্জ: ‘থাকার জায়গা নেই। করোনায় একেবারে শেষ।
‘দিনে ফেরি করে পান-সিগারেট বিক্রি করি, রাতে এই মসজিদের বাইরে এসে ঘুমাই। বাঁচতে তো হবে, তাই ঘুমাই। জায়গা নেই, তাই ফুটপাতই আমার বিছানা। ’
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়া নূর মসজিদের সামনে কথাগুলো বলছিলেন আহমেদ বাবুল। তার বাড়ি ময়মনসিংহ।
নূর মসজিদের সামনেই ঘুমাচ্ছিলেন বাবুল। তার পাশে আরও কয়েকজন ঘুমাচ্ছিলেন। তাদের সঙ্গে আর কথা হয়নি এই প্রতিবেদকের।
বাবুল বলেন, ‘কথা বলে আর কী হবে। যতক্ষণ ঘুমাতে পারব, ততক্ষণই শান্তি। কিছুক্ষণ পরই মানুষ বেড়ে যাবে, গাড়ি বাড়বে। শব্দে আর ঘুম হবে না। ’
শীতে এভাবে ফুটপাতে ঘুমাতে অসুবিধে হয় না- জানতে চাইলে তিনি বলেন, ‘ সমস্যা হলেই বা কী করার আছে? জীবন তো আর থেমে থাকবে না। সন্তান, স্ত্রী ও বাবা-মা আছে গ্রামে। তাদের পেট তো চালিয়ে রাখতে হবে। ’
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এমআরপি/আরএইচ