ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পদ্মা নদীতে ভেসে উঠলো ২ শিশুর মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
পদ্মা নদীতে ভেসে উঠলো ২ শিশুর মরদেহ 

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নৌকা নিয়ে খেলতে গিয়ে পদ্মা নদীতে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলবাড়ি এলাকার পদ্মা নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।



মৃত শিশু দুইজন হলো- ওই এলাকার রিপন আলীর ছেলে রিফাত (৯) এবং মজিবুর রহমানের ছেলে মুরসালিন (৭)।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু জানান, বুধবার দুপুরে গোলবাড়ি এলাকাস্থপদ্মা নদীতে ডিঙি নৌকা নিয়ে দুইজন খেলা করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে সারাদিন খোঁজাখুঁজি করে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রাত সাড়ে ১১টার দিকে নদীতে মরদেহ দুটি দেখতে পায় স্থানীয়রা।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি পক্রিয়া ছাড়া মরদেহ দুটিকে দাফন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।