ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাজিরায় ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ৫ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
জাজিরায় ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ৫ জনের জরিমানা

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় পাঁচজনকে জরিমানা করা হয়েছে। এবারে তাদের মোট ২২ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী মাজিস্ট্রেট মো. বাসিত সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ভোটগ্রহণ চলছে। ইউনিয়ন পরিষদ বিধিমালা যারা প্রতিপালন করেননি, তাদের আইনের আওতায় আনা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়েছে। পাঁচটি পৃথক ঘটনায় আমরা মোট ২২ হাজার টাকা জরিমানা করেছি। তারা যেন আর এসব কাজ আর না করেন সেজন্য সতর্ক করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।