ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে আড়ার সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
আড়াইহাজারে আড়ার সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে শাহাদাত (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে আড়াইহাজার থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের নিউ মডেল টাউন এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহাদাত উপজেলার উচিৎপুরা ইউনিয়নের আলীসাদী কান্দাপাড়া গ্রামের সাফি মাজির ছেলে।

পুলিশ জানায়, শাহাদাত আড়াইহাজার বাজারে ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী। সেই সুবাধে আড়াইহাজার উপজেলার সদর নিউ মডেল টাউন এলাকার আবু কালামের বাড়িতে ভাড়া থাকতেন। বুধবার রাতের কোনো এক সময় ভাড়া বাড়ির বসতঘরের আড়ার সঙ্গে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে তার পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ঢুকে দেখে মরদেহটি ঝুলছে। থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এমআরপি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।