ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে সর্বোচ্চ তরুণ করদাতার সম্মাননা পেলেন জহিরুল হক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
সুনামগঞ্জে সর্বোচ্চ তরুণ করদাতার সম্মাননা পেলেন জহিরুল হক

সুনামগঞ্জ:  সুনামগঞ্জ জেলার সর্বোচ্চ তরুণ করদাতার সম্মাননা পেয়েছেন মো. জহিরুল হক। জেলার সর্বোচ্চ তরুণ করদাতা জহিরুল হক সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল হকের সন্তান।

বৃহস্পতিবার (২৯, ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট জেলা শহরের খাদিমনগরের হোটেল গ্র্যান্ড সিলেটে আনুষ্ঠানিকভাবে জহিরুল হকের হাতে এ সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন।

সিলেট কর অঞ্চলের কর কমিশনার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন।  

বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এম শফিকুর রহমান, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি তাহমিন আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল প্রমুখ।

আয়কর বিভাগের সিলেট কর অঞ্চলের উদ্যোগে সিলেটে বিভাগের ৩৫ জন করদাতাকে চারটি ক্যাটাগরিতে সেরা করদাতা সম্মাননা-২০২২ প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।