ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি-আতশবাজিতে নিষেধাজ্ঞা আরএমপির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি-আতশবাজিতে নিষেধাজ্ঞা আরএমপির

রাজশাহী: রাজশাহীতে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ডিজে পার্টি আয়োজন ও আতশবাজি ফোটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।  

শনিবার (৩১ ডিসেম্বর) থেকে রোববার (১ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এক আদেশে আরএমপি কমিশনার মো. আনিসুর রহমান এ নিষেধাজ্ঞা জারি করেছেন। এতে বলা হয়েছে, থার্টি ফার্স্ট নাইটে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ সময় রাস্তায় সর্বসাধারণের ব্যবহার্য স্থানে ডিজে পার্টি, গান-বাজনা, বাদ্যযন্ত্র, হর্ন বাজানো, লাউড স্পিকার ব্যবহার ও শোভাযাত্রা, মুখে কোনো ধরনের মুখোশ ব্যবহার ও বিরক্তির উদ্রেককারী বাঁশি, ভুভুজেলা, আতশবাজি, পটকা ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া এ আদেশে রাজশাহী মহানগরী এলাকায় সব ধরনের বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রকাশ্যে প্রদর্শন রহিত করা হয়েছে। একই সঙ্গে অনুমোদিত বার ও মদের দোকান বন্ধ রাখার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নিষেধাজ্ঞায় জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।