নীলফামারী: মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা নীলফামারী। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা এই মৌসুমে নীলফামারী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা।
গতকাল শুক্রবার (৩১ ডিসেম্বর) সর্বনিম্ন ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এছাড়া কনকনে শীতের কারণে দুর্ভোগ বেড়েছে রিকশা-ভ্যানের চালক আর শ্রমজীবী মানুষের। বিশেষ করে রেলওয়ে কারখানা, উত্তরা ইপিজেড, বিসিক শিল্পনগরীর শ্রমিকদের কষ্ট বেড়েছে। তাদের সকালেই কাজে যোগ দিতে হয়।
এদিকে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন বলেন, সপ্তাহজুড়ে প্রায় প্রতিদিন সন্ধ্যা থেকে পরদিন দুপুর ১২টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে এই জনপদ। দৃষ্টিসীমা কম থাকায় সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলেও বিঘ্ন ঘটছে।
লোকমান হোসেন আরও বলেন, শনিবার সকাল ৯টায় বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ৫০ মিটারের কম রয়েছে। ফ্লাইট ওঠানামা করতে অবশ্যই ২ হাজার দৃষ্টিসীমা থাকতে হবে।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
আরএ