ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

বাথরুমের সেপটিক ট্যাংকে মিলল মাদরাসাছাত্রের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২১, ডিসেম্বর ৩১, ২০২২
বাথরুমের সেপটিক ট্যাংকে মিলল মাদরাসাছাত্রের মরদেহ

নড়াইল: নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম সরকোলডাঙ্গা কওমি মাদরাসার বাথরুমের সেপটিক ট্যাংক থেকে আব্দুল্লাহ (১০) নামে এক ছাত্রের মরদেহ পেয়েছে পুলিশ।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল নয়টার দিকে বাথরুমের ট্যাংকের ভেতরে পড়ে থাকা অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

মাদরাসাছাত্র আব্দুল্লাহ জেলার কালিয়া উপজেলার চাচুড়ী গ্রামের ইনসান গাজীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত আটটার দিকে আব্দুল্লাহ নিখোঁজ হয়। ওই রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

শনিবার সকালে শিক্ষক ও ছাত্ররা পুনরায় খোঁজাখুঁজির একপর্যায়ে মাদরাসার বাথরুমের সেপটিক ট্যাংকের ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ বের করে আনে। এরপর মরদেহটি ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বাংলানিউজকে বলেন, মাদরাসাছাত্রের মৃত্যু রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।