ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে পুকুরে ভাসছিল তরুণের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
সৈয়দপুরে পুকুরে ভাসছিল তরুণের মরদেহ প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে একটি পুকুর থেকে হাত বাঁধা অবস্থায় আব্দুল গফুর (২৩) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (০১ জানুয়ারি) সকালে উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিজত গফুর পার্শ্ববর্তী রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ১ নম্বর আলমপুর ইউনিয়নের বকশীপাড়ার আবুল হোসেনের ছেলে।

এলাকাবাসী জানান, গত তিনদিন ধরে ওই তরুণ বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। ঘটনার দিন সকাল ৯টার দিকে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা ওই এলাকার উকিল বাড়ি সংলগ্ন এলাকার একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসীকে বিষয়টি জানায়। থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন ও পেছনে হাত বাঁধা ছিল।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেতন দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।