ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ডিমলা উপজেলাকে শতভাগ তামাক চাষ মুক্ত ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
ডিমলা উপজেলাকে শতভাগ তামাক চাষ মুক্ত ঘোষণা

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলাকে শতভাগ তামাক চাষ মুক্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (০২ জানুয়ারি) এ উপলক্ষে দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে সুধী সমাবেশের আয়োজন করা হয়।

সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিমলা উপজেলাকে শতভাগ তামাক চাষ মুক্ত ঘোষণা করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।