ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরের পুলিশ সুপার পেলেন ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
মেহেরপুরের পুলিশ সুপার পেলেন ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ 

মেহেরপুর: রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন মেহেরপুরের পুলিশ সুপার মো. রাফিউল আলম।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বার্ষিক কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এ পদক পরিয়ে দেন।

এসময় পুলিশের আরও ১১৬ জন সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী।  

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য পিপিএম “সেবা” নির্বাচিত হন মেহেরপুরের পুলিশ সুপার মো. রাফিউল আলম।

এদিকে তার এ কৃতিত্বে তাকে মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. জামিরুল ইসলাম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, সদর থানার ওসি রফিকুল ইসলাম, মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেলসহ জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তারা তাকে অভিনন্দন জানান।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।