ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে গাছে ঝুলছিল নারীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
কিশোরগঞ্জে গাছে ঝুলছিল নারীর মরদেহ প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে কাঁঠাল গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তহুরা বেগম নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (৪ জানুয়ারি) সকালে জেলা শহরের চরশোলাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তহুরা ওই এলাকার রতন মিয়ার স্ত্রী।  

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) দিনগত রাতে খাবার খেয়ে স্বামী-স্ত্রী দু’জনেই ঘুমিয়েছিলেন। বুধবার সকালে তহুরাকে বিছানায় না দেখে খোঁজাখুঁজি শুরু করেন তার স্বামী রতন। পরে বাড়ির পার্শ্ববর্তী একটি কাঁঠাল গাছে ফাঁস দেওয়া অবস্থায় তাকে (তহুরা) দেখতে পাওয়া যায়। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।  

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।