ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অর্থ আত্মসাতের অভিযোগ

ঢাকা ওয়াসার দুই কর্মকর্তাকে দুদকে তলব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
ঢাকা ওয়াসার দুই কর্মকর্তাকে দুদকে তলব

ঢাকা: ১৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আক্তারুজ্জামান ও রাজস্ব পরিদর্শক মিজানুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সকালে দুদক প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদের কথা রয়েছে।

সম্প্রতি দুর্নীতি দমন কমিশন থেকে নোটিশের মাধ্যমে ঢাকা ওয়াসার এই দুই কর্মকর্তাসহ মোট দশজনকে তলব করে সংস্থাটি। একই নোটিশে দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমানের নেতৃত্বে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম নিয়োগ দেওয় কমিশন।

দুদকের পাঠানো নোটিশে বলা হয়, কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও পিপিআই প্রকল্পের পরিচালনা পর্ষদের দায়িত্বশীল পদে থাকা অবস্থায় সব ধরনের আয় ব্যয়ের হিসাব বিবরণী দাখিল করতে বলা হয়েছে। নোটিশে দেওয়া নির্ধারিত সময়ে কেউ উপস্থিত হতে না পারলে অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য নেই বলে ধরে নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২২
এসআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।