ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে ১৩৬ মামলায় ২৬ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
নাটোরে ১৩৬ মামলায় ২৬ জনের কারাদণ্ড

নাটোর: ২০২২ সালের ডিসেম্বর মাসে নাটোর জেলায় ভ্রাম্যমাণ আদালতে ৮৯টি অভিযান পরিচালনা করে ১৩৬টি মামলার বিপরীতে ২৬ জন অভিযুক্তকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে চার লাখ ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

রোববার (০৮ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত জেলা আইন শৃংখলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে এ সভা হয়।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন, লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. লুৎফর রহমান, নাটোর জেলা কারাগারের জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কাশেম, জজকোর্টের পিপি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ও নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।

নাটোর জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. রওনক জাহান বাংলানিউজকে জানান, সভায় পুকুর খনন রোধ, সড়ক নিরাপত্তা, ভেজাল খেজুর গুড় উৎপাদন বন্ধে আরও সক্রিয় হওয়ার জন্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা প্রদান করা হয়।  

সভায় মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার রোধে শিক্ষক ও অভিভাবকদের কার্যকর ভূমিকা পালন করার জন্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাইবার অপরাধ বন্ধে পরিচালিত অভিযান বেগবান করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।