ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে অ্যাম্বুলেন্সের চাপায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
মাদারীপুরে অ্যাম্বুলেন্সের চাপায় ভ্যানচালক নিহত

মাদারীপুর: মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের সাধুরব্রিজ এলাকায় অ্যাম্বুলেন্সের চাপায় মকবুল হাওলাদার (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যার পর এই দুর্ঘটনা ঘটে।

এতে ভ্যানের তিন যাত্রী আহত হন। নিহত মকবুল হাওলাদার জেলার ডাসার উপজেলার আইসার কমলাপুর এলাকার ফটিক হাওলাদারের ছেলে।

জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে তিন যাত্রী নিয়ে ভ্যানচালক মকবুল হাওলাদার মস্তফাপুরের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স ভ্যানটিকে চাপা দেয়। এ সময় মকবুল হাওলাদারসহ চারজন গুরুতর আহত হন।  
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মকবুল হাওলাদারের মৃত্যু হয়। বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে পাঠানো হয়।  

মাদারীপুর মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রসুল মোল্লা বলেন, ঘটনার পর পরই চালক অ্যাম্বুলেন্সটি নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।