ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইয়াবাসহ নারী মাদকবিক্রেতা আটক

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
ইয়াবাসহ নারী মাদকবিক্রেতা আটক

মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ২৭০ ইয়াবাসহ কুলসুম বেগম (৪০) নামে এক নারী মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ জানুয়ারি) উপজেলার পৈতুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় জানান, রোববার (৮ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, পাঁচগাঁও ইউনিয়নের পৈতুরা গ্রামের তঞ্জব আলির বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রয়েছে। পরে উপ-পরিদর্শক (এসআই) সুলেমান আহমেদ সঙ্গীয় ফোর্সসহ পৈতুরা গ্রামের তঞ্জব আলির বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তঞ্জব পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ কুলসুম নামে এক নারীকে আটক করে।

পরে আটক কুলসুমের দেখানো মতে তার বাড়ি তল্লাশি করে ২৭০ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। আটক কুলসুম ও পলাতক তঞ্জবকে আসামি করে রাজনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। আটক কুলসুমকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামি তঞ্জবকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।