ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে শেষ হলো শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, জানুয়ারি ৯, ২০২৩
খাগড়াছড়িতে শেষ হলো শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস 

খাগড়াছড়ি: খাগড়াছড়ি স্টেডিয়ামে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ী খেলোয়াড়দের পুরস্কারের অর্থ বিতরণ করা হয়েছে।

রোববার (০৯ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. নজরুল ইসলাম।


এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সস্পাদক আবু দাউদ।

গেমসে ফুটবল, কাবাডি এ্যাথলেটিকসসহ বিভিন্ন ইভেন্টে মানসম্মত খেলোয়ার পাঠানোর প্রস্তুতি অংশ হিসেবে দেশব্যাপী এ আসরটি খাগড়াছড়িতে গত ৭-৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৩
এডি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।