ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাঈদ ফয়সালের নিহতের ঘটনায় স্বচ্ছ তদন্তের বার্তা মার্কিন দূতাবাসের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
সাঈদ ফয়সালের নিহতের ঘটনায় স্বচ্ছ তদন্তের বার্তা মার্কিন দূতাবাসের নিহত সাঈদ ফয়সাল। ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী সাঈদ ফয়সালের নিহতের ঘটনায় সমবেদনা ও স্বচ্ছ তদন্তের কথা জানালো ঢাকার মার্কিন দূতাবাস।

সাঈদ ফয়সালের মৃত্যুতে সোমবার (৯ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র জেফ রাইডেনোর এক বিবৃতিতে বলেন, মার্কিন দূতাবাস সাঈদ ফয়সালের পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা জানায়।

আমরা জেলা অ্যাটর্নি অফিসের একটি পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্তের আহ্বানকে সমর্থন করি।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী সাঈদ ফয়সাল।
এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে মানববন্ধন করে প্রতিবাদও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
টিআর/এসএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।