ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে মক্তবে যাওয়া শিশুর মরদেহ মিলল রাস্তার পাশে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
হবিগঞ্জে মক্তবে যাওয়া শিশুর মরদেহ মিলল রাস্তার পাশে প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার ছোট বহুলা গ্রামে তৃষা আক্তার নামে (৯) নামে একটি শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, মেয়েটিকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। তৃষা ছোট বহুলা গ্রামের আব্দুস শহীদের মেয়ে।

স্থানীয়রা জানান, তৃষা সকালে গ্রামের মক্তবে আরবি পড়তে যায়। কিছুক্ষণ পর সড়কের পাশের একটি মাঠে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বাংলানিউজকে জানান, তৃষার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে মেয়েটি হত্যার শিকার। এ নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।