ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ ১৩ মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ ১৩ মামলার আসামি গ্রেফতার

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ ১৩ মামলার আসামি মো. রাসেলকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদারপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাসেল টেকনাফের সাবরাং ইউনিয়নের সিকদারপাড়ার বাসিন্দা আব্দুল গফুরের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বাংলানিউজকে বলেন, টেকনাফ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায় সাবরাং ইউনিয়নের সিকদারপাড়ার রাসেল বাড়িতে। এ সময় অভিযানে রাসেলের বসত সংলগ্ন টিনের ছাউনির নিচে কাঠের স্তূপ থেকে ৫০ হাজার ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। রাসেলের বিরুদ্ধে টেকনাফসহ বিভিন্ন থানায় মাদক ও মানবপাচারসহ ১৩টি মামলা রয়েছে।

ইয়াবা উদ্ধারের ঘটনায় টেকনাফ থানায় মামলা দিয়ে রাসেলকে পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি আব্দুল হালিম।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।