ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বাসে আগুন দিল উত্তেজিত জনতা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
গাজীপুরে বাসে আগুন দিল উত্তেজিত জনতা

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন নাওজোর এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে আহত হন সিএনজিচালক।

এই ঘটনার জেরে ওই বাসে অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।  

বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।  

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ- পরিদর্শক (এসআই) শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় আশপাশে থাকা উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের ওই বাসে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নেভায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত সিএনজিচালককে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। সিএনজিতে যাত্রী ছিল কি না তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

গাজীপুর মেট্রোপলিটনের উপ-কমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন বলেন, তাকওয়া পরিবহনের বাস ও সিএনজির সংঘর্ষ হয়। এসময় উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের ওই বাসে আগুন ধরিয়ে দেয়। ওই বাস ও সিএনজি থানায় নেয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪০৫, জানুয়ারি ১১, ২০২৩।  
আরএস/এসএএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।