ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

পোপ বেনেডিক্টের শোক বইয়ে সই করলেন মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, জানুয়ারি ১১, ২০২৩
পোপ বেনেডিক্টের শোক বইয়ে সই করলেন মোমেন

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঢাকায় ভ্যাটিকান দূতাবাস পরিদর্শনকালে প্রাক্তন পোপ ষোড়শ বেনেডিক্টের শোক বইতে স্বাক্ষর করেছেন।

বুধবার ( ১১ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী দূতাবাসের শোক বইতে লিখেছেন, ‘আমরা পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্ট সারাবিশ্বে শান্তি, উন্নয়ন ও মানবাধিকার প্রচারে তার অক্লান্ত সাধনার জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তার নির্দেশনায় বাংলাদেশের ক্যাথলিক সম্প্রদায় শিক্ষা ও সামাজিক সেবার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। ’

‘আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি ও মানবাধিকার রক্ষায় পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্টের শিক্ষাকে সমুন্নত রাখবে। ’

পররাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে ক্যাথলিক বিশ্বাসীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান, যাদের জীবন পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্টের আধ্যাত্মিক শিক্ষা দ্বারা সমৃদ্ধ হয়েছে।

প্রসঙ্গত, পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্ট গত ৩০ ডিসেম্বর মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
টিআর/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।