ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
খাগড়াছড়িতে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  

বুধবার (১১ জানুয়ারি) সকালে জেলা সদর জোনের এলাকায় দুস্থদের মধ্যে এ  শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন।

এ সময় শীতবস্ত্র সাইফুল ইসলাম সুমন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষদের পাশে থেকে তাদের সেবা প্রদান এবং যে কোনো বিপদে পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। পাহাড়ে বসবাসকারী জনগণ যাতে শান্তি এবং সম্প্রীতির সঙ্গে নিরাপদে বসবাস করতে পারে সে লক্ষ্যকে সামনে রেখে অত্র জোনের সব সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অত্র জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে এ ধরনের অনুদানমূলক কর্মসূচি জোন কর্তৃক ভবিষ্যতে অব্যাহত থাকবে।  

এতে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক মেজর তালুকদার রাব্বী আহমেদ, কোম্পানি অধিনায়ক মেজর মো. শামীম রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।