ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গোড়ানে দেওয়াল চাপায় দিনমজুর নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
গোড়ানে দেওয়াল চাপায় দিনমজুর নিহত

ঢাকা: রাজধানীর খিলগাঁও পূর্ব গোড়ান এলাকায় একটি বাড়ির দ্বিতীয় তলার রুমের দেওয়াল ভাঙার সময়আব্দুল কুদ্দুস (৫০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।

বুধবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ব গোড়ান এলাকার একটি পঞ্চম তলার বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় দুটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেলে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী জাহাঙ্গীর হোসেন জানান, ওই বাড়ির দ্বিতীয় তলায় একটি রুম বড় করার জন্য মাঝে একটি দেওয়াল ভাঙার কাজ করার সময় সে দেওয়াল ভেঙে আব্দুল কুদ্দুসের উপরে পড়ে। এতে তিনি আহত হয়ে হাসপাতালে মারা যান। আব্দুল কুদ্দুস বর্তমানে খিলগাঁও নন্দীপাড়া এলাকায় থাকতেন।

খিলগাঁওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জানান, রুমের দেওয়াল ভাঙার সময় একজনের মৃত্যু হয়েছে। এমন সংবাদে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।