ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু ফাইল ফটো

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মানিক মিয়া (৭০) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. আলআমিন জানান, মানিক মিয়ার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাড়ভাঙ্গা গ্রামে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন তিনি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি তিনি। সেখানে অসুস্থ হয়ে পড়লে কারাচিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।