ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে মানবপাচার প্রতিরোধে সাংস্কৃতিক অনুষ্ঠান

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
নবাবগঞ্জে মানবপাচার প্রতিরোধে  সাংস্কৃতিক অনুষ্ঠান

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিনে মানবপাচার প্রতিরোধে জনসচেতনামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।  

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার বাহ্রা ইউনিয়নের আলগীচর ইসলামিয়া ক্লাব মাঠে এ অনুষ্ঠান হয়।

 

দাতাসংস্থা কোরিয়া ইটারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির অর্থায়নে আইওএমের বাস্তবায়নে অনুষ্ঠানটি পরিবেশিত হয়।

গানের মাধ্যমে উপস্থিত দর্শক শ্রোতাদের নিরাপদ বিদেশগমন সম্পর্কে সঠিক নিয়ম-কানুন, অবৈধভাবে বিদেশে যাওয়ার কুফল ও ভোগান্তির চিত্র, পরে বৈধভাবে বিদেশে যেতে উৎসাহিত করা এবং দালালের মাধ্যমে বিদেশে যেতে নিরুৎসাহিত করার বিষয় বোঝানো হয়।

এসময় উপস্থিত ছিলেন- এলাকার জনপ্রতিনিধি, সুধীজন, সরকারি ও বেসরকারি চাকরিজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা।

উনয়ন সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ ও রফিকুল ইসলাম খাকন জানান, সচেতনতার জন্য পাড়ায় মহল্লায় এ ধরনের অনুষ্ঠান হলে মানুষ অনেক উপকৃত হবে।  

সংস্থাটি এ পর্যন্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলার ৫৪টি ওয়ার্ডে অনুষ্ঠান করেছে।

বাংলাদেশ সময়: ০১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।