ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ আটক ১

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ নবরত্ন ত্রিপুরা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (১১জানুয়ারি) গভীর রাতে জেলা সদরের ভাইবোনছড়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও টাকা উদ্ধার করা হয়।

আটক নবরত্ন মহালছড়ির থালিপাড়া গ্রামের চন্দ্রবাসু ত্রিপুরার ছেলে।

বুধবার ( ১১ ডিসেম্বর) রাত ১১টার দিকে খাগড়াছড়ির ভাইবোনছড়াতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে নবরত্ন ত্রিপুরাকে পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ হাতেনাতে আটক করে।

জানা যায়, ভাইবোনছড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. শিহাব উদ্দিনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল থালিপাড়াতে অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্র, গুলি ও টাকাসহ তাকে আটক করে। পরে তাকে ভাইবোনছড়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

ভাইবোন ছড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর শিমুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
এডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।