ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে ওয়ান শ্যুটার গান ও গুলিসহ সন্ত্রাসী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
পাঁচবিবিতে ওয়ান শ্যুটার গান ও গুলিসহ সন্ত্রাসী আটক

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে ফারুক হোসেন (২৮) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোরে তাকে আটক করা হয়।

আটক ফারুক হোসেন উত্তর গোপালপুর গ্রামের মৃত ইব্রাহীম শেখের ছেলে।

র‌্যাব জানায়, ফারুক হোসেন উত্তর গোপালপুর গ্রামের একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তিনি এলাকার মাদকের গড ফাদার হিসেবে পরিচিত। মাঝে মধ্যেই তিনি এলাকাবাসীকে অস্ত্রের ভয় দেখাতেন। ফলে কেউ তার বিষয়ে মুখ খুলতো না। এছাড়া তিনি অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে পুরো পাঁচবিবি উপজেলায় মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মোস্তফা জামান জানান, ফারুক হোসেনের নামে বিভিন্ন আইনে ১৩টি মামলা রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার ভোরে তাকে একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি, ১০ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল সেটসহ আটক করা হয়। এ ঘটনায় পাঁচবিবি থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।