ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গৃহবধূর মরদেহ হাসপাতালে রেখে পালালো স্বামী-শাশুড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
গৃহবধূর মরদেহ হাসপাতালে রেখে পালালো স্বামী-শাশুড়ি

বরগুনা: বরগুনায় দিথী (২২) নামে এক গৃহবধূর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেছে স্বামী, শাশুড়িসহ অন্যরা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে দিকে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এক সন্তানের জননী নিহত দিথী বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের মাসুদ খানের স্ত্রী।

স্বামীর পরিবারের দাবি, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে ঘরের ভেতরে থাকা আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, পরে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে ঘটনার পর থেকে নিহতের মরদেহ হাসপাতালে রেখে স্বামী, শাশুড়িসহ অন্য সদস্যরা পালিয়ে যায়।

নিহতের চাচা আ. ছালাম অভিযোগ করে বলেন, বাবার বাড়ি থেকে টাকা এনে না দেওয়ায় আমার ভাতিজিকে পরিকল্পিতভাবে গলা টিপে হত্যা করা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।