ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
না.গঞ্জে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর থেকে হত্যা মামলার পলাতক আসামি সুমন খানকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর সিপিসি ১ এর কোম্পানি কমান্ডার এ কে এম মুনিরুল আলম।

এদিন সকালে বন্দর থানার কড়াইভিটা কলাগাছিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সুমনকে গ্রেফতার করা হয়।  

এজাহার সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জের সদর থানার মসিনাবন্দ গোগনগর এলাকায় একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটে। বাড়ির সীমানার অংশ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের কারণে ক্ষিপ্ত হয়ে খুন করার উদ্দেশে ভিকটিম জায়েদা খাতুনকে গুরুতর জখম করে হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর আসামি শহীদ নগর এলাকার মৃত আজিজ খানের ছেলে সুমন আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থাকা অবস্থায় সকালে বন্দর থানার কড়াইভিটা কলাগাছিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সুমনকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।