ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এক বাঘাইড় বিক্রি হলো ৩৩ হাজার টাকায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
এক বাঘাইড় বিক্রি হলো ৩৩ হাজার টাকায়

রাজবাড়ী: পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়ল ২৭ কেজি ওজনের এক বাঘাইড় মাছ। বিশালাকারের মাছটি ৩৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে রাজবাড়ী সদরের বরাট ইউনিয়নের পদ্মা নদীর অন্তর মোড় এলাকায় কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পরে।

এর পর বেলা ১১টার দিকে দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকার শাকিল সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী মো. শাজাহান শেখ মাছটি প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে মোট ৩২ হাজার ৪০০ টাকায় কেনেন।

এদিন বিকেলে প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার ৭৫০ টাকায় বেচে দেন তিনি।

মো. শাজাহান শেখ বলেন, শুক্রবার বিকেলে ২৭ কেজি ওজনের বাঘাইড় মাছটি ৩৩ হাজার ৭৫০ টাকায় কুষ্টিয়ার কুমারখালী এলাকার এক ব্যক্তির কাছে বিক্রি করেছি।

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস অফিসার মো. রেজাউল শরীফ জানান, পদ্মা নদীর পানি কমে যাওয়ায় এখন মাঝেমধ্যেই এমন বড় বড় রুই, কাতল, বোয়াল, চিতল, পাঙাস,বাগা সহ অনেক মাছ জেলেদের জালে ধরা পড়ছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ১৩ জানুয়ারি, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।