ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
কিশোরগঞ্জে ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল নামে।

কয়েক হাজার দর্শক উপস্থিত হন এবং ঘোড়দৌড় উপভোগ করেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া শিয়ালমারা বন্দে (ফসলি জমির খোলা মাঠ) এই ঘোড়দৌড়ের আয়োজন করে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

এ সময় সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির ছোট বোন সৈয়দা রাফিয়া নূর রূপাও প্রতিযোগিতা উপভোগ করেন।

প্রতিযোগিতায় তিনটি গ্রুপে (বড়, মাঝারি ও ছোট) ৭০টি ঘোড়া অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি বিজয়ী ঘোড়ার মালিকদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন।

কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খানের সভাপতিত্বে ঘোড়দৌড় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী সিদ্দিকী, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, মহিলা ভাইসচেয়ারম্যান মাসুমা আক্তার, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সৈয়দ আফাকুল ইসলাম নাটু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, চৌদ্দশত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আতাহার আলী প্রমুখসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।