ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে স্বাস্থ্যের ডিজির শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১১, জানুয়ারি ১৪, ২০২৩
বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে স্বাস্থ্যের ডিজির শ্রদ্ধা

গোপালগঞ্জ: গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমা‌ধি‌তে শ্রদ্ধা জা‌নি‌য়ে‌ছেন স্বাস্থ‌্য অধিদপ্ত‌রের নব‌নিযুক্ত মহাপ‌রিচালক অধ্যাপক ডা. মো. টিটু মিয়া।

শ‌নিবার (১৪ জানুয়ারি) দুপু‌রে তি‌নি বঙ্গবন্ধুর সমা‌ধিতে পুষ্পস্তবক অর্পণ ক‌রে শ্রদ্ধা জানান।

প‌রে তি‌নি বঙ্গবন্ধুসহ ৭৫ -এর ১৫ আগস্ট নিহত‌দের রূ‌হের মাগ‌ফেরাত কামনা ক‌রে ফা‌তেহা পাঠ ও বি‌শেষ মোনাজা‌তে অংশ নেন।

এ সসয় অতিরিক্ত মহাপ‌রিচালক অধ‌্যাপক ডা. আবুল বাশার মো. জামাল, মুগদা মে‌ডি‌কেল ক‌লে‌জের অধ‌্যক্ষ অধ্যাপক ডা. মো. মুস্তাফিজুর রহমান, সি‌লেট মে‌ডি‌কেল ক‌লে‌জের উপাচার্য অধ‌্যাপক ডা. এ এইচ এম এনা‌য়েত হো‌সেন, গোপালগঞ্জ শেখ সা‌য়েরা খাতুন মে‌ডি‌কেল ক‌লে‌জের অধ‌্যক্ষ মো. জা‌কির হো‌সেন, প‌রিচালক ডা. মো. ম‌নোয়ার হো‌সেন,  বিএম এ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন ক‌বিরসহ স্বাস্থ‌্য শিক্ষা অ‌ধিদপ্ত‌রের কর্মকর্তা ও বি‌ভিন্ন মে‌ডি‌কেল ক‌লে‌জের শিক্ষকরা উপ‌স্থিত ছি‌লেন।  

প‌রে মহাপ‌রিচালক সমা‌ধি সৌ‌ধের এড‌মিন ভব‌নে র‌ক্ষিত প‌রিদর্শন বইয়ে মন্তব‌্য লে‌খেন এবং স্ব‌াক্ষর ক‌রেন।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।