ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বলাৎকারের অভিযোগে সাঘাটায় মাদরাসা শিক্ষক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
বলাৎকারের অভিযোগে সাঘাটায় মাদরাসা শিক্ষক গ্রেফতার

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটায় মাদরাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক ওয়াশিম মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার কালপানি ইউসুফ-জোবেদা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার ওয়াশিম মিয়া ওই উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কৈচড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।  

স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরের দিকে ওই মাদরাসায় শিক্ষক ওয়াশিম মিয়া কৌশলে এক ছাত্রকে তার রুমে ডেকে নেন। সে সময় খাবারের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রকে বলাৎকার করেন তিনি।  

এ ব্যাপারে সাঘাটার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রেরর উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন জানান, ভিকটিমের অভিভাবক শনিবার সকালে লিখিত অভিযোগ করেছেন। পরে দুপুর পৌনে ১২টার দিকে নিজ প্রতিষ্ঠান থেকে অভিযুক্ত শিক্ষক ওয়াশিম মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।