ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় ২৬০ ইয়াবাসহ মো. কবির খান (৪২) নামে এক যুবককে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খেয়াঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

কবির সদর উপজেলার আগাপদ্মা এলাকার মৃত হাশেম খানের ছেলে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খেয়াঘাট এলাকা থেকে কবিরকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ২৬০ ইয়াবা জব্দ করা হয়। আটক কবিরের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।