ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

দর্শনা সীমান্ত থেকে বিদেশি ৯টি এয়ারগান জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৩, জানুয়ারি ১৫, ২০২৩
দর্শনা সীমান্ত থেকে বিদেশি ৯টি এয়ারগান জব্দ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে নয়টি বিদেশি এয়ারগান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

শনিবার (১৫ জানুয়ারি) রাত ১১টার দিকে ফুলবাড়ী সীমান্তে এ অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা-৬ বিজিবি সদস্যরা।  

বিজিবি জানায়, দর্শনা থানার ফুলবাড়ী সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ অস্ত্রের চালান বাংলাদেশে প্রবেশ করবে -এমন গোপন সংবাদ পেয়ে সীমান্ত পিলার ৮৫/৮৬-টি এর কাছে শূন্য লাইন এলাকায় অবস্থায় নেয় বিজিবি সদস্যরা। শনিবার রাত ১১টার দিকে এক ব্যক্তি মাথায় বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখলে বিজিবির সশস্ত্র টহলদল চোরাকারবারিকে ধাওয়া করে। তখন ওই চোরাকারবারি বস্তাটি ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া বস্তটির ভেতরে তিনটি কার্টন থেকে বিদেশি নয়টি অত্যাধুনিক এয়ারগান জব্দ করা হয়।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক পিএসসি জানান, এ ঘটনায় দর্শনা থানায় অবৈধ অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন। এয়ারগানগুলো থানায় জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ