ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি রিয়েল, সম্পাদক ইকবাল

স্টাফ করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি রিয়েল, সম্পাদক ইকবাল আবদুল্যাহ রিয়েল ও মোহাম্মদ ইকবাল হোসাঈন

ফেনী: সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির ২০২৩ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি সময়ের কণ্ঠস্বর’র জেলা প্রতিনিধি আবদুল্যাহ রিয়েল ও সাধারণ সম্পাদক সাপ্তাহিক বৈকালীর নির্বাহী সম্পাদক, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি মোহাম্মদ ইকবাল হোসাঈন নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি এস এন আবসার (দৈনিক স্টার লাইন), যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম (সাপ্তাহিক শমসের নগর), দপ্তর সম্পাদক আব্দুর রহিম রুবেল (দৈনিক নওরোজ, ফেনীর স্বাস্থ্যকথা), কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম মামুন (সাপ্তাহিক ফেনীর শক্তি)।

এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন- আলমগীর হোসেন রিপন (দৈনিক আজকের পত্রিকা, নয়াপয়গাম), সাহেদ সাব্বির (দৈনিক ফেনী), মোতাহের হোসেন ইমরান (দৈনিক আমার ফেনী), হাবিবুল ইসলাম রিয়াদ (দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দৈনিক প্রভাত আলো)। নবনির্বাচিত কমিটি আগামী এক বছর সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব পালন করবেন।  

গত শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বর্তমান সভাপতি আলমগীর হোসেন রিপনের সভাপতিত্বে কার্যকরী কমিটির সভায় সবকটি পদে একক প্রার্থী থাকায় সভাপতি-সম্পাদক সহ অন্যান্য পদ সর্বসম্মতিক্রমে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।