ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরপুরে নিজ ঘরে মিলল নারীর গলাকাটা লাশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
মিরপুরে নিজ ঘরে মিলল নারীর গলাকাটা লাশ ফাইল ফটো

ঢাকা: রাজধানীর মিরপুর রূপনগর এলাকার একটি বাসা থেকে মায়া  (৪২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তাকে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) তথ্য নিশ্চিত করেন রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান। তিনি জানান, সকালে সংবাদ পেয়ে রূপনগর থানা পুলিশ মিরপুর-৬ এর ৩ নম্বর রোডের একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে মায়া নামে ও এক নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত নারীর গলায় ধারালো অস্ত্রের দাগ দেখা গেছে।

তিনি আরও জানান, বাড়িটি মায়াদের নিজেদের তার স্বামী থাকেন বিদেশে। নিহত নারী তার মেয়েকে নিয়ে ওই বাসায় থাকতেন এবং পাশাপাশি অন্য ভাড়াটিয়ারা ছিল। এ হত্যাকাণ্ডের বিষয়ে প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।