ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীর বিরলীতে শীতবস্ত্র পেল ৬ শতাধিক মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
ফেনীর বিরলীতে শীতবস্ত্র পেল ৬ শতাধিক মানুষ

ফেনী: ফেনী সদরের বিরলীতে ৬ শতাধিক শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কাজী নজরুল ইসলাম।

রোববার (১৫ জানুযারি) স্কুল মিলনায়তনে এ শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।

এসময় ৩০০ নারীকে সুয়েটার ও ৩০০ পুরুষকে চাঁদর উপহার দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা কাজী আবিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক আসাদুজ্জামান দারা, মোহাম্মদ আবু তাহের ভূইয়া। এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক আলী হায়দার মানিক, শাহজালাল ভূঞাঁ, আমজাদুর রহমান রুবেল, মাইনুল রাসেল, আমজাদুর রহমান রুবেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এসএইচডি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।