ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে রাবেয়া বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে কোটালীপাড়া উপজেলা সদরের মহুয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাবেয়া বেগম উপজেলার বড় দক্ষিণপাড় গ্রামের মোয়াজ্জেম শেখের স্ত্রী।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ওই গৃহবধূ কোটালীপাড়া উপজেলা সদরের ঘাঘর বাজার থেকে প্রয়োজনীয় কেনাকাটা শেষে ইজিবাইকে করে বড় দক্ষিণপাড় গ্রামে বাড়ি ফিরছিলেন। পথে মহুয়া মোড় এলাকায় পৌঁছালে অসতর্কতাবশত ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

তিনি আরও জানান, পরিবার থেকে মামলা না করলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।