ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যৌনপল্লীর নারী-শিশুদের মাঝে চিকিৎসা সেবা ও কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
যৌনপল্লীর নারী-শিশুদের মাঝে চিকিৎসা সেবা ও কম্বল বিতরণ

রাজবাড়ী: রাজবাড়ী জেলার দৌলতদিয়া যৌনপল্লীর ১ হাজার ৬০০ জন সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ ও কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে স্থানীয় মাঠে উত্তরণ ফাউন্ডেশন উদ্দ্যোগে এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদারের সভাপতিত্বে সেখানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, , অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী জুমুর বেগম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জলিল ফকির, চিকিৎসক এ বি এম আসিফ কিবরিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।