ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা করে প্রজ্ঞাপন

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা করে প্রজ্ঞাপন মতিয়া চৌধুরী

ঢাকা: মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা করে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।



গত ১২ জানুয়ারি আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা হিসেবে মনোনীত করা হয়।

এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী সংসদ উপনেতা ছিলেন। গত ১১ সেপ্টেম্বর সাজেদা চৌধুরী বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়। এরপর মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা করে আজ প্রজ্ঞাপন দেওয়া হলো।

এ প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি একাদশ জাতীয় সংসদের সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী সংসদ সদস্যকে (১৪৪ শেরপুর-২) ৩০ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ/১৪ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ থেকে মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধাদি দেওয়া হলো।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম আজ এ প্রজ্ঞাপন প্রকাশ করেন।

আরও পড়ুন>>

**নদীর দূষণরোধে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট চালুর সুপারিশ
**
সংসদ উপনেতা হলেন মতিয়া চৌধুরী
**সংসদ উপনেতা হতে পারেন মতিয়া চৌধুরী


বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।