ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে কফি চাষের উপযোগিতা নিয়ে মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
খাগড়াছড়িতে কফি চাষের উপযোগিতা নিয়ে মতবিনিময় সভা

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে কফি চাষের উপযোগিতা নিয়ে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে কেন্দ্রের সম্মেলন কক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

সভায় খাগড়াছড়ি পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষি গবেষক মো. মহাব্বত উল্ল্যা, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার প্রমুখ।

শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, কফি চাষের মতো আরও যদি অন্যান্য চাষের সুযোগ ও উৎসাহ সৃষ্টি করে দিতে পারে তাহলে কৃষকরা উন্নত হবে। আবাদি অনাবাদি জমিগুলো কাজে লগিয়ে কৃষকরা যদি নিজের আর্থিক সচ্ছলতা ফিরে পেতে পারে তাহলে দেশ এগিয়ে যাবে।

এর আগে পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রের কফি বাগান গাছ ও কফি ফল পরিদর্শন করেছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিসহ অতিথিরা। এসময় তারা বাগানের কফি গাছের ফল ছিড়ে দেখেছেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এডি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।