ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় ২০২৩ সালের টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
মাগুরায় ২০২৩ সালের টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন

মাগুরা: মাগুরায় ২০২৩ সালের টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় শহরের নোমানী ময়দানে জেলা প্রশাসক আবু নাসের বেগ এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা চারটি উপজেলায় ৩৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২৩ জন ডিলারের মাধ্যমে ৪৫টি ইউনিটে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।  

এ কার্যক্রমের মাধ্যমে প্রত্যেককে ১১০ টাকা কেজিদরে দুই কেজি সয়াবিন তেল, ৭০ টাকা কেজিতে ২ কেজি করে মসুর ডাল ও ৬০ টাকা কেজিদরে এক কেজি  চিনি দেওয়া হচ্ছে। জেলায় মোট ১ লাখ ১০ হাজার ৪৬৬টি পরিবারের মধ্যে এ পণ্য বিক্রি করা হবে। প্রতিদিন ৫০০ পরিবার টিসিবির এ পণ্য কেনার সুযোগ পাবেন।

উদ্বোধনী দিন বুধবার টিসিবির এ পণ্য কেনার জন্য শত-শত মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষকে ভিড় করতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।