ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে গাঁজাসহ আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে গাঁজাসহ আটক ১ প্রতীকী ছবি

ঢাকা: ঢাকার কমলাপুর রেলস্টেশন সংলগ্ন এলাকা শাহজাহানপুর থেকে গাঁজাসহ মো. বায়েজীদ বোস্তামী নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে গোয়েন্দা-রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গোয়েন্দা-রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম  জানান, এক মাদক কারবারি শাহজাহানপুর থানার কমলাপুর রেলস্টেশন এলাকায় মাদক বিক্রির উদ্দেশে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ বায়েজীদকে আটক করা হয়। তার বিরুদ্ধে শাহজাহানপুর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তি ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতো।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।