ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যানজট নিরসনে সাভারে যুক্ত হলো নতুন ট্রাফিক বক্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
যানজট নিরসনে সাভারে যুক্ত হলো নতুন ট্রাফিক বক্স

সাভার, (ঢাকা): সাভারে যানজট নিরসনে নতুন করে একটি ট্রাফিক বিভাগের পুলিশ বক্স যুক্ত হয়েছে। প্রথমবারের মতো এই ট্রাফিক বক্সে শৌচাগারের ব্যবস্থা রয়েছে।

 

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডে ফুট অভার ব্রিজের নিচে পুলিশ বক্সটির উদ্বোধন করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।  

টিএসপি ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সৌজন্যে করা এই পুলিশ বক্সটির তত্ত্বাবধানে থাকবেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (এসএসপি) ক্রাইম অব অ্যান্ড ট্রাফিক (উত্তর) মো. আব্দুল্লাহিল কাফি।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার পৌরসভা মেয়র হাজী আব্দুল গণি, সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহ, সাভার ট্রাফিক বিভাগের এডমিন আব্দুস সালাম, জিরাবো ট্রাফিক ইনচার্জ (টিআই) রবিউলসহ আরও কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এসএফ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।