ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ভটভটি উল্টে ২৫ শিক্ষার্থীসহ আহত ২৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
ভটভটি উল্টে ২৫ শিক্ষার্থীসহ আহত ২৭

নওগাঁ: ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে নওগাঁ জেলা স্টেডিয়ামে যাওয়ার পথে ভটভটি উল্টে একটি বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থীসহ ২৭ জন আহত হয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে আত্রাই-রাণীনগর সড়কের আত্রাই উপজেলার ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় ভটভটির চালক ও বিদ্যালয়ের নৈশপ্রহরীও আহত হন।  

জানা যায়, মান্দা উপজেলার দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী ৫১তম শীতকালীন আন্তঃজেলা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে ভটভটিতে (ইঞ্জিনচালিত গাড়ি) করে নওগাঁ জেলা স্টেডিয়ামে যাচ্ছিলো। পথে আত্রাই-রাণীনগর সড়কের আত্রাই উপজেলার ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি অটো ভ্যানকে পাশ কাটাতে গিয়ে তাদের ভটভটি সড়কের পাশে উল্টে যায়। এতে ভটভটিতে থাকা ২৫ শিক্ষার্থী, বিদ্যালয়ের নৈশপ্রহরী ও গাড়ি চালক আহত হন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২৩ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অপর দুই শিক্ষার্থী ও বিদ্যালয়ের নৈশপ্রহরী গুরুতর আহত হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করানো হয়।

দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল কুমার মণ্ডল বলেন, জেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা চলছে। ওই প্রতিযোগিতায় ফুটবলসহ কয়েকটি ইভেন্টে অংশ নেওয়ার জন্য আমাদের বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী ভটভটিতে চড়ে নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে আসছিলো। পথে তাদের ভটভটি দুর্ঘটনার শিকার হয়। দুই শিক্ষার্থী ও বিদ্যালয়ের নৈশপ্রহরী গুরুতর আহত হয়েছে। অন্য শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, এ ঘটনায় কর্তৃপক্ষের কোনো অবহেলা রয়েছে কি-না, বিষয়টি খতিয়ে দেখা হবে। ঘটনাটি ইতোমধ্যেই ডিসি স্যার জেনেছেন। প্রশাসনের পক্ষ থেকে তিনি আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।