ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ: তদন্ত কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
পুলিশের নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ: তদন্ত কমিটি গঠন

গাজীপুর: গাজীপুরে পুলিশের নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ-অবরোধ ও ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

বুধবার (১৮ জানুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এ তদন্ত কমিটি গঠন করেছে।

জানা গেছে, বাসন থানা পুলিশের নির্যাতনে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ-অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুব হোসেন ও নুরুল ইসলামের ওই ব্যবসায়ীকে আটক করে নির্যাতন করে। পরে তার মৃত্যু হয়।

তবে পুলিশের দাবি, আটকের পর তাকে ছেড়ে দেওয়া হয়। পরে তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান।

এ ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেনকে কমিটির প্রধান করা হয়েছে। অন্য দুইজন হলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি ক্রাইম-উত্তর) আবু তোরাব শামসুর রহমান ও অতিরিক্ত উপ-কমিশনার রেজাওয়ান আহমেদ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি ক্রাইম-উত্তর) আবু তোরাব শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্তের পর দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২৪০, জানুয়ারি ১৮, ২০২৩
আরএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।