ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

পলাশবাড়ীতে দম্পতির কাছে মিলল ৩ কেজি গাঁজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৫, জানুয়ারি ১৯, ২০২৩
পলাশবাড়ীতে দম্পতির কাছে মিলল ৩ কেজি গাঁজা

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে তিন কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।

আটকরা হলেন- কুষ্টিয়ার কুমারখালি উপজেলার বেতবাড়ীয়া গ্রামের মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে আব্দুল মজিদ মিয়া (৫০) ও তার স্ত্রী লাইলী বেগম (৪০)।

ওসি মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে পলাশবাড়ী পৌর শহরের অভিরামপুর এলাকায় যাত্রীবাহী বাসে চল্লাশি চালানো হয়। এ সময় রংপুর থেকে ঢাকাগামী বেস্টওয়ান পরিবহনে বসা ওই দম্পতির ব্যাগের ভেতর লাল পলিথিনে মোড়ানো তিন কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়েছে।

আটক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।